কম্পিউটার সফটওয়্যার টিপস পর্ব -৪ একাধিক টেক্সট ফাইলকে একটা ফাইলে রুপান্তর

ধরুন, আপনার কাছে Dhaka.txt, Chittagong.txt, Rajshahi.txt, Khulna.txt, Barisal.txtSylhet.txt নামে ছয়টি টেক্সট ফাইল আছে। এই ফাইলগুলির সব তথ্য Bangladesh.txt নামে একটা ফাইলে আনবেন। এজন্য যা করতে হবে

Start Menu–>Run এ cmd লিখে এন্টার দিন ডস প্রম্পট রান হবে যেখানে ফাইলগুলি আছে সেই লোকেশনে যান এবার নিচের কমান্ডটি দিন।
copy/b Dhaka.txt+Chittagong.txt+Rajshahi.txt+Khulna.txt+Barishal.txt+Sylhet.txt Bangladesh.txt

অথবা, copy/b *.txt Bangladesh.txt (তবে এই ক্ষেত্রে ফোল্ডারটিতে উল্লেখিত ফাইলগুলি ছাড়াও যদি অন্য টেক্সট ফাইল থাকে তা ও এক হয়ে যাবে।
 সোহেল রানা

0 comments:

Post a Comment