আসসালামু-আলাইকুম,
আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আর আমিও ভালো আছি। আজ আপনাদের সবার সাথে শেয়ার করবো মোবাইল ফোনের কিছু সিক্রেট কোড।
এই কোড গুলু জানা থাকলে খুব সহজেই মোবাইল ফোনসেট সংক্রান্ত অনেক তথ্য আপনি জানতে পারবেন। যেমন- ফোনসেটটি কত সালে তৈরি হয়েছে, ব্যবহৃত সফটওয়্যারের ভার্সন কত ইত্যাদি……………………………………………..
০১. IMEI কোড : আইএমইআই অর্থ হলো ইন্টারন্যাশনালমোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি৷ জিএসএম মোবাইল ফোরে IMEI দেখার জন্য টাইপ করুন *#06#৷ প্লাটফর্ম : নোকিয়া, সনি এরিকসন, স্যামসাং, মটোরোলা৷
০২. সফটওয়্যার ভার্সন : মোবাইল ফোনসেটটির সফটওয়্যার কত সালে তৈরি এবং কোন ভার্সন তা দেখার জন্য টাইপ করুন *#9999#, *#0837# ,*#0000#৷
০৩. হার্ডওয়্যার ভার্সন : কত সালে মোবাইল ফোনসেটটি তৈরি হয়েছে তা দেখার জন্য টাইপ করুন *#8888#*9998#৷
মোবাইল ফোনের কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা
অটো রিডায়াল : কল করার পর কানেকশন না পেলে মোবাইল ফোনের ডিসপ্লেতে Call Failed আসে কিন্তুু অটো রিডায়াল on করা থাকলে কল না হয়ে ওই নম্বরে কল যাবে যতক্ষণ পর্যন্ত সংযুক্ত না হবে৷
অটো আনসার : অটো আনসার করা থাকলে ২-৩টি রিং হবার পর Phone Answer হয়ে যাবে৷
অটো ডিসপ্লে : এই অপশনটি on করা থাকলে প্রতিবার কল করার পর কলের ডিটেলস ডিসপ্লেতে দেখাবে৷
অটোমেটিক কী লক : এ অপশনটি on থাকলে সাধারণত ১০-৩০ সেকেন্ড পর্যন্ত কোনো কী না চাপলে কীপ্যাড লক হয়ে যাবে৷
কল ওয়েটিং : কল ওয়েটিং এমন একটি পদ্ধতি যা মোবাইল ফোনে একটি নম্বরে কথা বলার সময় অন্য আরেকটি কলকে অপেক্ষায় রাখে এবং ইউজারকে নতুন কলের সঙ্কেত প্রদান করে৷
কল হোল্ডিং : কল হোল্ডিংয়ের মাধ্যমে ব্যবহারকারী কারেন্ট কলকে হোল্ড করে রাখতে পারেন৷ এ অবস্থায় একজন ব্যবহারকারী ফোন বুকের কোনো নির্দিষ্ট নম্বর খুঁজতে পারবেন ও এসএমএস পড়তে পারবেন৷
কল ডাইভার্ট : কল ডাইভার্টে ব্যবহারকারী ইচ্ছে করলে ইনকামিং কোনো কলের উত্তর না দিয়ে তা অন্য কোনো ফোন নম্বরে প্রেরণ করতে পারেন৷
ডুয়াল মোড : দুটি ভিন্ন ফ্রিকোয়েন্সি একই প্রযুক্তিতে ব্যবহার করতে সমর্থ যেসব ফোন তাকেই ডুয়াল ফোন বলে৷
ইনস্টল : কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে কার্যকর করে স্থাপন করার জেটুএমই প্রক্রিয়াকে বলে ইনস্টল৷
নোকিয়া সেটে সফটওয়্যার ইনস্টল ও রিমুভ পদ্ধতি
মোবাইল ফোনে সফটওয়্যার ইনস্টল করার জন্য যেতে হবে মেনু তারপর টুলস থেকে ফাইল ম্যানেজারে৷ যে সফটওয়্যারটি ইনস্টল করতে চান তা আপনার ফোন মেমরি/মেমরি কার্ড থেকে সিলেক্ট করে Ok চাপুন৷ এরপর সফটওয়্যারটি কোথায় ইনস্টল করবেন তা সিলেক্ট করে Ok চাপুন৷ সফটওয়্যারটি ইনস্টল হবার পর স্ক্রিনে একটি মেসেজ আসবে Are you sure you want to open this software now? যদি ওপেন করতে চান তাহলে Ok চাপুন৷
মোবাইল ফোনে সফটওয়্যার রিমুভ করার জন্য যেতে হবে মেনু থেকে, টুলস থেকে ম্যানেজারে৷ যে সফটওয়্যারটি রিমুভ করতে চান তা সিলেক্ট করে Ok করলে স্ক্রিনে আসবে Are you sure you want to remove this software permanently? Ok চাপুন রিমুভ হয়ে যাবে৷
পোষ্টটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।
0 comments:
Post a Comment