উইন্ডোজ সিস্টেম টিপস পর্ব - ১০ তৈরি করে নিন পছন্দ মত welcome note


আজকাল প্রায়ই দেখা যায় অনেকর মোবাইল এর  Welcome Screen এ নিজস্ব ঠিকানা , নাম ইত্যাদি অ্যাড করা যায়। যদি এই সুবিধাটা আপনার কম্পিউটার এও অ্যাড করা যায় তাহলে ব্যাপারটা  বেশ মজার হবে তাই না।তাহলে এই মজার কাজ টা এখন সহজেই করুন নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করে---


যেভাবে করতে হবে

১। Start>Run>Regedit টাইপ করে এন্টার চাপুন।
২।  HKEY_LOCAL_MACHINE > SOFTWARE > Microsoft > Windows NT > CurrentVersion > Winlogon এ ক্লিক করুন।
এবার দেখুন ডান পাসে কিছু option আছে সেখান থেকে-
৩। LegalNoticeCaption এ ডাবল ক্লিক করুন। মেসেজ এর Caption যা হবে তা টাইপ করুন।
৪।  LegalNoticeText এ ডাবল ক্লিক করুন। আপনি কি মেসেজ দিতে চান তা এর মধ্যে টাইপ করুন।
এবার কম্পিউটার রিস্টার্ট করুন, আর ফলাফল দেখুন ।

রিমুভ করতে চাইলে যা করনীয়ঃ  
আপনি যেখানে LegalNoticeCaption এবং LegalNoticeText লিখেছেন সেখানের text গুলো মুছে দিয়ে রির্স্টাট করুন। 

0 comments:

Post a Comment