আমরা বীর বাঙ্গালীর জাতি।


প্রতিবেদকঃ সোহেল রানা
বগুড়া।
......................................................
আমরা বীর বাঙ্গালীর জাতি।
অনেক গর্ব করার মত একটা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস দিয়ে গেছেন আমাদের মহান পূর্বপুরুষেরা, মহান বাঙ্গালী মুক্তিযোদ্ধারা।

দুই লাখের অধিক মা-বোনের সম্মান হারানোর বেদনা, আর তিরিশ লাখ শহীদের রক্তে ভেজা এই পবিত্র ভুমিতে আমরা বসবাস করি।
কোন প্রতিদানেই তাদের ঋণ আমরা কোনদিন শোধ করতে পারবো না।

১৯৭১-এর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, মুক্তিযুদ্ধাদের স্বপ্ন ও মুক্তিযুদ্ধের সুফল বাস্তবায়নে বর্তমান তরুন প্রজন্মের অর্থাত- শাহবাগের প্রজন্ম চত্ত্বরের তরুনদের প্রতিবাদী ও জাগ্রত মনোভাব ২য় বারের মতো যুদ্ধ ঘোষনা করেছিল  ।

আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ হিসাবে খুব বিনয়ের সাথে একটি প্রশ্ন রাখতে চাই।
শাহবাগের প্রজন্ম চত্ত্বরে তরুনদের  আসলেই কি দেশ থেকে রাজাকার মুক্ত করার  উদ্দেসে দার করানো হয়ে ছিলো।

গঠনমূলক কমেন্ট আশা করছি।

0 comments:

Post a Comment