আজ আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আপনি আপনার হার্ডডিস্কের ফাঁকা জায়গাটি আপনার পিসির র্যাম হিসেবে ব্যবহার করবেন। আশা করি আপনাদের ভাল লাগবে। চলুন তাহলে মূল টিউটোরিয়ালে চলে যাই
RAM (Random Access Memory) কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ। যাকে ছাড়া আপনি কম্পিউটার চালুও করতে পারবেন না। কম্পিউটারের র্যাম যতবেশি হয়, কম্পিউটারের স্পীডও ততবেশি হয়। এখন আপনি যদি র্যাম বাড়াতে চান, তাহলে আপনাকে র্যাম কিনতে হবে। কিন্তু আপনার কাছে যদি র্যাম কিনার টাকা না থাকে, তাহলে কি করবেন? সমস্যা নাই, আপনার হার্ডডিস্কে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে সেই ফাঁকা জায়গাকেই আপনি র্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন খুবই সহজেই
অনেকেই প্রশ্ন করতে পারেন এতে কি পিসির স্পীড বাড়ে? অবশ্যই বাড়ে। ভাল করে লক্ষ্য করে দেখবেন। তবে আপনার পিসির র্যাম যদি বেশি হয়, তাহলে হয়ত একটু কম বুঝতে পারবেন। কিন্তু র্যাম কম হলে বুঝতে পারবেন স্পীড বেড়েছে না কমেছে।
- ডেস্কটপ থেকে My Computer এর উপর রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।
- এবার “Advance system settings” এ ক্লিক করুন।
- এবার “Advanced” ট্যাব থেকে performance অংশের “Settings” বাটনে ক্লিক করুন।
- এবার “Advanced” ট্যাবে ক্লিক করে Virtual memory অংশের “Change” বাটনে ক্লিক করুন।
হার্ডডিস্ককে র্যাম হিসেবে তৈরি করার পদ্ধতিঃ ১
- এবার যে ড্রাইভটির ফ্রি স্পেস ব্যবহার করতে চান র্যাম হিসেবে, সেই ড্রাইভ সিলেক্ট করুন।
- এবার Custom size সিলেক্ট করে Initial ও Maximum size দিন আপনার ইচ্ছা মতো।
- এবার “Set” বাটনে ক্লিক করে OK বাটনে ক্লিক করুন।
হার্ডডিস্ককে র্যাম হিসেবে তৈরি করার পদ্ধতিঃ ২
উইন্ডোজ এক্সপির জন্য এই পদ্ধতি প্রযোজ্য
- ডেস্কটপ থেকে My Computer এর উপর রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।
- এবার “Advanced” এ ক্লিক করে Performance অংশের “Settings” এর ক্লিক করুন।
- এবার “Advanced” এ ক্লিক করে Virtual memory অংশের “Change” বাটনে ক্লিক করুন।
- এবার যে ড্রাইভটির ফ্রি স্পেস ব্যবহার করতে চান র্যাম হিসেবে, সেই ড্রাইভ সিলেক্ট করুন।
- এবার Custom size সিলেক্ট করে Initial ও Maximum size দিন আপনার ইচ্ছা মতো।
- এবার “Set” বাটনে ক্লিক করে OK বাটনে ক্লিক করুন।
0 comments:
Post a Comment